কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় ?

আপনি কি জানতে চাচ্ছেন কিভাবে ফ্রি  টাকা ইনকাম করা যায় ? তাহলে আজকের এ পোস্টটি আপনার জন্য।  বর্তমান সময়ে ফ্রিতে টাকা ইনকাম এর অনেক গুলো উপায় তৈরি হয়েছে সেগুলো অবলম্বন মাধ্যমে আপনি খুব সহজে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। 


অনেকে জানেনা না বা বুঝে না কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়।  তাদের জন্য আজকের এই আর্টিকেল টি আপনি চাইলে ঘরে বসে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন । অনেকে ইনভেস্ট করে অনলাইনে টাকা ইনকাম করে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোন ইনভেস্ট ছাড়াই ফ্রিতে ইনকাম করতে পারবেন।

পেজ সূচিপত্র : কিভাবে ফ্রি  টাকা ইনকাম করা যায় ?

কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় ?

বর্তমান ডিজিটাল যুগে ফ্রি টাকা ইনকাম করার উপায় অনেকেই খুঁজছেন । বিশেষ করে যারা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন , তারা অনলাইনে সামান্য সময় ব্যয় করে সহজে কিছু অতিরিক্ত আয় করতে চান। আগে যেভাবে আয়ের সুযোগ সীমিত ছিল, এখন আর তা নয়। আজকাল শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলে আপনি ঘরে বসে বিভিন্ন অ্যাপে, ওয়েবসাইট ও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে একেবারে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।  আজকের আধুনিক যুগে ইন্টারনেট আমাদের জীবনের এক অবিচ্ছেদ অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির এ যুগে অনেকে জানতে চান - কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়।  ফ্রি টাকা বলতে বোঝায়, যেখানে কোন -বড় ধরনের মূলধন বিনিয়োগ ছাড়াই কেবলমাত্র জ্ঞান, দক্ষতা সময় ও পরিশ্রম দিয়ে আয় করা সম্ভব। এটি বিশেষ করে তরুণ সমাজের জন্য এক বিরাট সম্ভাবনার দ্বারা খুলে দিয়েছে।  সর্বশেষ বলা যায় - পরিশ্রম ছাড়া ইনকাম করা অসম্ভব। 

কেন ফ্রি টাকা ইনকাম করা জরুরী ?

অনেকের প্রশ্ন থাকে কেন ফ্রি ইনকাম করা শিখা দরকার।  সহজ এর উত্তরটি খুব সহজ। ফ্রী ইনকাম শিখার পর আপনি বাড়িতে ঝামেলা ছাড়াই ঘরে বসে ইনকাম করতে পারবেন।  ফ্রি ইনকাম যেকোনো বয়সের মানুষ করতে পারবেন। সবথেকে এর বড় সুবিধা হল ফ্রি ইনকাম শিখে আপনি আন্তর্জাতিক মার্কেটপ্লেস এসে কাজ করে নিজেকে দক্ষ ও পরিশ্রমী করে তুলতে পারবেন।  যা আপনার কোন ইনভেস্ট ছাড়াই আপনাকে বাড়তি আয়ের সুযোগ করে দেয়। 

কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় - জনপ্রিয় উপায়

ফ্রি তে ঘরে বসে ইনকাম করার জন্য অনেকগুলো সেক্টর রয়েছে। এর মধ্যে বিশেষ কিছু সেক্টর নিয়ে আজকের আলোচনা করা হবে সেগুলো কাজ করলে ফ্রিতে ইনকাম করতে পারবেন।  চলেন দেখেনি শেষ সেক্টর গুলো কি যা ব্যবহার করে ফ্রিতে ইনকাম করা যায় !

আরো পড়ুন : ডিজিটাল মার্কেটিং শিখে লক্ষ লক্ষ টাকা আয়: বাস্তবতা, পথ ও সম্ভাবনা

ফ্রিল্যান্সিং করে অনলাইনে ইনকাম 

বর্তমান ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয় অনলাইন ইনকাম করার উপায় - গুলোর মধ্যে একটি।  এটি এমন একটি মুক্ত পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অনলাইনে  ইনকাম করতে পারবেন।  ফ্রিল্যান্সিং করে অনলাইনে ইনকাম করতে চাইলে ফাইবার ফ্রিল্যান্সার আপ ওয়ার্ক ইত্যাদিতে অ্যাকাউন্ট খুলে আপনার প্রোটোফোলিও সাজিয়ে ফেলুন এবং দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজের জন্য অ্যাপ্লাই করুন।  এরপর বায়ার তার চাহিদা এবং আপনার দক্ষতা যাচাই করে আপনাকে কাজ দিবে।  ফ্রিল্যান্সিং থেকে কত টাকা আয় করা যাবে এর কোন নির্দিষ্ট মাসের ৩০০ ডলার ইনকাম করে থাকে আবার কেউ এখান থেকে মাসে ৩০০০ ডলার ইনকাম করে থাকে।  তাই খুব সহজে ফ্রিল্যান্সিং শিখে দ্রুত ইনকাম করা যায়। 

কনটেন্ট রাইটিং ও ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম

আপনি লেখালেখিতে পারদর্শী হলে অনলাইন প্লাটফর্ম গুলোতে লেখা আপনার জন্য একটি অনলাইন ইনকাম করার উপায় হতে পারে।  ব্লগিং লিখে আয় করতে চাইলে নিজে ডোমেইন হোস্টিং কিনে ব্লগিং সাইট তৈরি করে লিখতে পারেন।  আবার ওয়ার্ডপ্রেস ও টাম্বালার প্ল্যাটফর্ম বিনামূল্যে লেখা যায়।  upwork , ফাইবার সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কন্টেন্ট ও BLOG রাইটারদের প্রচুর চাহিদা রয়েছে।  ইংরেজি লেখার দক্ষতা থাকলে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে কাজ পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।  কাজের মানের ভিত্তিতে প্রতি 100 ওয়ার্ডের জন্য কনটেন্ট রাইটাররা $5 থেকে $100 পর্যন্ত পেয়ে থাকে।  এছাড়াও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টলের লেখালেখির করে আপনি অনলাইনে টাকা আয় করতে পারবেন। 

ইউটিউব করে অনলাইন ইনকাম করার উপায়

Youtube থেকে অনলাইন ইনকাম করার জন্য আপনার চ্যানেলে অনন্ত এক হাজার সাবস্ক্রাইবার প্রতি আপনি কোন টাকা পাবেন না।  তবে যত বেশি সাবস্ক্রাইবার থাকবে রোজগার সম্ভাবনা ততই বেশি হবে।  এক হাজার সাবস্ক্রাইবারের সঙ্গে আয় শুরুর জন্য বিগত ১২ মাসের প্রয়োজন হবে চার হাজার ঘন্টা ভিউ।  যত বেশি ভিউ পাবেন রোজগার সম্ভাবনা ততই বাড়তে থাকবে। তবে আপনার ভিডিওর উপর দেখানো লিংক ক্লিক করে কেউ সম্পন্ন বিজ্ঞাপন দেখলে তবে রোজগার হবে ইউটিউব থেকে। ইউটিউব স্টুডিও থেকে মনিটাইজেশন বিভাগে গিয়ে চ্যানেল বিজ্ঞাপন দেখানো সিলেট করতে পারবেন। নিয়মিত ভালো মানের কনটেন্ট তৈরি করতে পারবেন। এখানে ড্যাশবোর্ডে মাসে কত রোজগার হয়েছে দেখে নিতে পারবেন। নিয়মিত ভালো মানের কন্টেন তৈরি করতে পারলে ইউটিউবে  আপনার জন্য হবে একটি আদর্শ অনলাইন ইনকাম করার উপায়। 

পেইড সার্ভের মাধ্যমে অনলাইনে ইনকাম করার উপায় 

এমন অনেক ধরনের পেইড  সার্ভে আছে,  যেগুলো করে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। মূলত কোন কোম্পানি থেকে তাদের প্রডাক্ট নিয়ে মানুষের ফিডব্যাক কি, নতুন প্রোডাক্ট কি কি থাকা উচিত, এসব জানার জন্য সার্ভে করা হয়। এই কাজের জন্য আপনার মোবাইল বা কম্পিউটার হলেই চলবে। কিন্তু একটি পেইড লাগবে, ফ্রি ভিপিএন দিয়ে বেশি দিন কাজ করতে পারবেন না। 

ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আই 

আজকাল নানানা কাজে মানুষের ওয়েবসাইটের দরকার হয়। তাই আপনি যদি ওয়েবসাইটে তৈরি করতে পারেন তাহলে এটি আপনার জন্য হতে পারে একটি অনলাইন ইনকাম করার উপায়। আপনি চাইলে ফ্রিল্যান্সার হিসাবে অন্যের জন্য ওয়েবসাইট তৈরি করে অনলাইন ইনকাম করতে পারেন,  অথবা নিজ ওয়েবসাইট তৈরি করেও বিক্রি করতে পারেন। সে ক্ষেত্রে আপনার সাইটে যদি ভালো ট্রাফিক থাকে, তাহলে ওয়েবসাইটের দামো বেশি পাবেন। এছাড়াও ওয়েবসাইটে google অডস  ব্যবহার করে ও আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। একটি সাধারণ ওয়েবসাইটে বানাতে বেশি কিছু প্রয়োজন হয় না। শুধু ডোমেন এবং হোস্টিং হলেও ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এর জন্য প্রথমে আপনাকে একটি হোস্টিং কিনতে হবে এবং একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে তারপর ওয়েবসাইট বানাতে হবে। 

গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম 

ওয়েবসাইট বা youtube থেকে অনলাইনে ইনকাম করতে হলে প্রথমেই যে বিষয়টি চলে আসে সেটি হল google এডসেন্স। 

আপনার যদি একটি ওয়েবসাইট বা youtube চ্যানেল থাকে, তখন সে youtube চ্যানেল অথবা ব্লগারের বিভিন্ন জায়গায় গুগল কীর্তি এডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শিত হবে। আপনার সাইটের ভিজিটররা সে বিজ্ঞাপনের ওপর Klick করলে বিজ্ঞাপন থেকে আপনি একটি অংশ আয় করতে পারবেন। google এডসেন্স থেকে প্রতি ক্লিকে কত ইনকাম হয় এটাও নির্দিষ্ট নয়। তবে বিভিন্ন দেশে ভেদে প্রতি ক্লিক এর মূল্য $0;01 ডলার থেকে শুরু করে $100 ডলার পর্যন্ত হয়ে থাকে। এটা নির্ভর করে আপনার কন্টেন কোয়ালিটি ধরন এবং কন্টেন অনুযায়ী। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে ইনকাম 

ওয়েবসাইট তৈরি করে অনলাইনে ইনকাম (online income) আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে অফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং - এর মাধ্যমে আপনি মূলত একজন থার্ড পার্টি হিসাবে আপনার ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট  promotion করে  তা বিক্রি করার চেষ্টা করবেন। কোন কোম্পানি প্রোডাক্ট সেল করে দিলে সেই কোম্পানির পণ্য  বিক্রয়ের উপর ২ ℅ থেকে ৭০% পর্যন্ত কমিশন প্রদান করে থাকে। আপনারা যদি ভালো মানের একটি ওয়েবসাইট থাকে এবং সেটিতে ভালো ভিজিটর আসে, তাহলে আপনি চাইলে যে কোন অ্যাফিলিয়েট  লিংক বসিয়ে প্রোডাক্ট বিক্রি করে অনলাইনে ইনকাম করতে পারবেন। আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে অন্তত জনপ্রিয় একটি অনলাইনে ইনকাম করার উপায়। এই অ্যাফিলিয়েট  ওয়েবসাইট গুলো অ্যামাজনের বিভিন্ন পণোর ভালো দিকগুলোর ধরে তা বিক্রয় করার চেষ্টা করে থাকে। পণ্য বিক্রয় হলে কমিশন মিলে! আপনার প্লাটফর্মের ধরন যেমনি হোকনা কেন, আফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন ইনকাম করা সম্ভব। ওয়েবসাইট, youtube চ্যানেল, ফেসবুক প্রোফাইল, এমনকি ইনস্টাগ্রামের মাধ্যমে রেফারেল বা আফিলিয়েট ইনকাম করা সম্ভব। 

ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার হয়ে অনলাইনে ইনকাম

একটি ওয়েবসাইট বা অ্যাপ কেমন কাজ করছে,  ভিজিটররা সঠিক সেবাটা পাচ্ছেন নাকি তা দেখার জন্য তৃতীয় পক্ষ হিসেবে একজন ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার কাজ করেন।  আর এই ওয়েবসাইট ও অ্যাপ টেস্টিং করেও অনেকে অনলাইনে ইনকাম করে থাকেন।  অনেক ওয়েবসাইট ভিজিট করার সময় দেখা যায় লোড হতে সময় লাগছে , কিংবা অ্যাপ ক্রাশ করেছে।  ঘটনা হরাহমশায়হ  ঘটে থাক , যার কারণে টেস্টারদের চাহিদা অনেক।  একজন ওয়েবসাইট বা অ্যাপ টেস্টার হিসেবে আপনার কাজ হবে এ দুইটি যাতে ইউজারদের কাছে সহজ ভাবে হয়ে সেদিকে খেয়াল রাখে।  বেশিরভাগ ক্ষেত্রে এইসব অনলাইন কাজ করে ঘন্টায় 10-20 ডলার আয় করা যায়

ছবি ও ফুটেজ বিক্রি করে অনলাইনে ইনকাম

আপনি যদি আপনার তোলা কোন ছবি অনলাইনে বিক্রয় করতে চান তাহলে তার জন্য রয়েছে নানান ইমেজ শেয়ারিং বা স্টক ইমেজ সাইট।  এই সাইডগুলোতে আপনি আপনার ছবি বিক্রয় করার জন্য আপলোড দিতে পারবেন ।  তবে ছবিগুলো হতে হবে ভালো মানের , হায় রেজুলেশনের।  এসব ওয়েবসাইটে কাজ করতে চাইলে প্রথমে আপনাকে ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলে আপনার তোলা ছবি আপলোড করতে হবে।  তারপর আপনার ছবির কোয়ালিটি , রেজুলেশন ইত্যাদি বিষয় যাচাই-বাছাই করে আপনার প্রোফাইলটি ওই ওয়েবসাইটে অনুমোদন দেওয়া হবে।  প্রোফাইল অনুমোদন পাওয়ার পর আপনি যেখানে আপনার তোলা ছবি আপলোড করতে পারবেন।  তবে কর্তৃপক্ষ প্রথমে আপনার আপলোড করা প্রতিটি ছবিকে যাচাই করবে , তারপর ছবিগুলো আপলোড হবে এবং সবাই আপনার ছবি দেখতে পারবে। 

কিন্ডলে ই বুকে মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনার যদি লেখালেখির করার ইচ্ছা বা অভিজ্ঞতা থাকে , তাহলে আপনি  amazon কিন্ডলের সাহায্যে লাখ লাখ মানুষের কাছে আপনার লেখা প্রকাশ করতে পারবেন।  amazon কিন্ডলে ডাইরেক্ট পাবলিশিং এর সাহায্যে আপনি যেকোনো বই ডিজিটাল লিখে খুব সহজে তা প্রকাশ করতে পারবেন।  মূলত একটি বই  amazon ই কমার্স মাধ্যমে  ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অনলাইনে প্রচুর মানুষের কাছে বিক্রয়ের জন্য প্রস্তুত করা যায়।  আপনি নিজে amazon KDP - এর সাহায্যে নানান ক্যাটাগরির বই প্রকাশ করতে পারবেন। আর বইয়ের দামটা ও ঠিক করবেন। বই বিক্রয়ের টাকা আপনার পেপালে অথবা ব্যাংক একাউন্ট চলে আসবে।   

ভয়েস ওভার আর্টিস্ট হয়ে অনলাইনে টাকা আয়

আপনি যদি শুদ্ধ ভাষায় সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন , তাহলে নানান জায়গায় ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে কাজ করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।  অডিও বুক , ভিডিও কনটেন্ট , অ্যানিমেশন , অ্যাডভার্টাইজমেন্ট , প্রডাক্ট ভিডিও , অডিও গাইড ইত্যাদি জায়গায় ভয়েস আর্টিস্ট হিসাবে কাজ করে অনলাইনে ইনকাম করার সুযোগ রয়েছে।  লোকাল মার্কেটপ্লেস আপনি প্রতি মিনিটের জন্য ৩০-৬০ টাকা পেতে পারেন।  আর ফাইভার কাজ করলে অর্থটা ৫ থেকে ৫০ ডলার অবধি যেতে পারে।  ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে সুন্দর স্বর ও শুদ্ধ উচ্চারণ ছাড়া রেকর্ডিংয়ের জন্য একটি ভালো মানের মাইক্রোফোন।  এরপর মোবাইল দিয়ে রেকর্ডিংটি এডিট করে বায়ার কে পাঠিয়ে দিলেই হল।

ডোমেইন নেম বেচা-কেনার মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় উপায় হল ডোমেইন ফিলিপিন।  অর্থাৎ একটি ডোমেইন নেম কিনে সেটিকে বেশি দামে বিক্রয় কর।  প্রথমে আপনাকে ডোমেন নেম সম্পর্কে ভালোমতো গবেষণা করতে হবে।  এরপর আপনাকে একটি ডোমেইন নেম সম্পর্কে ভালোমতো গবেষণা করতে হবে।  এরপর আপনাকে একটি ডোমের নাম কিনে নিতে হবে।  খুব আকর্ষণীয় এবং অর্থবহ কিছু নামের ডোমেইন কিনে রাখতে হবে।  তবে এক্সপায়রড হয়ে যাওয়া ডোমেইন নেম কেনাই বেশি লাভ লাভজনক। আপনি চাইলে ডোমেইন নেমটি দ্রুত বিক্রয় করে ফেলতে পারেন , আবার অনেকদিন এটাকে নিজের কাছে রাখতেও পারেন।  

অনলাইনে টিউটর হয়ে ইনকাম 

আপনি যদি কোন বিষয়ে পারদর্শী হোন , তবে অনলাইনে সে বিষয়ে শিক্ষকতা করতে পারেন।  অনলাইনে টিউটরদের এখন অনেক চাহিদা এবং এর মাধ্যমে সব বয়সী শিক্ষার্থীদের আপনি শিক্ষা দিতে পারবেন।  বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে টিউশনির সুযোগ রয়েছে , সেখানে সুবিধা মত সময় পড়তে পারেন।  আবার চাইলে নিজেও একটি কোর্স চালু করে ফেলতে পারেন।  

ফেসবুক পেজ থেকে  ফ্রি টাকা ইনকাম

বর্তমান সময়ে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক।  ফেসবুক পেজ খুলে খুব সহজে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।  আপনাকে আর ধিধায় দ্বন্দ্বে থাকতে হবে না কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এ নিয়ে।  যদি আপনার আগ্রহ সোশ্যাল মিডিয়া প্রতি হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে ফেসবুক পেজে কনটেন্ট আপলোডের মাধ্যমে ঘরে বসেই ইনকাম করতে পারবেন।  এই সময় ফেসবুক বিনোদনের জন্য ব্যবহার করা হলো এখন ফেসবুক পেজ থেকে ফ্রিতে টাকা ইনকাম করা যায়।  এর জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণে ক্যাটাগরি তে কনটেন্ট তৈরি করে নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে।  ফলোয়ার ও ট্রাফিক বাড়ার পর ফেসবুকের এলগরিদম অনুসারে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে।  তখন নির্দিষ্ট ট্রাফিকের জন্য নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। 

তাছাড়া অনেক ফেসবুক পেজে দেখা যায় যা ই-কমার্স পেজ হয়ে আছে।  অনেকে ই-কমার্স পেইজে মাধ্যমে তাদের পণ্য ক্রয় বিক্রয় মাধ্যমে ঘরে বসে ইনকাম করে।  অনেক তরুণ ও তরুণী নিজেদের উদ্যোক্তা তৈরি করে ফেসবুক পেজ থেকে ফ্রি টাকা ইনকাম করেছেন।  ফেসবুক পেজ থেকে ফ্রি টাকা ইনকাম করা খুবই সহজ।  তাই ঘরে বসে খুব সহজে ইনকাম করতে চান তাদের জন্য অন্যতম একটি মাধ্যম হতে পারে ফেসবুক পেজ থেকে ইনকাম করা। 

ড্রপ শিপিং করে ফ্রি টাকা ইনকাম 

বর্তমানে অনলাইনে ফ্রি ইনকাম করার উপায় গুলোর মধ্যে অন্যতম উপায় হল ড্রপ শিপিং করে টাকা ইনকাম করা। ড্রপ শিপিং অনলাইনে ব্যবসা যে ব্যবসায় আপনাকে আপনার কাছে কোন প্রকার পণ্য রাখতে হয় না কাস্টমার অর্ডার দেওয়ার পর সরাসরি সাপ্লাইয়ের কাছ থেকে নিয়ে বিক্রয় করতে হয়। আপনি এরমধ্যে নির্দিষ্ট লাভ রেখেদিন। ড্রপ শিপিং করে অনেক তরুণ ঘরে বসে ইনকাম করছে তাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে 

ড্রপ শিপিং এর সবথেকে বড় সুবিধা হচ্ছে এ ব্যবসায়টি আপনি অল্প বাজেটে শুরু করতে পারবেন। এবং এখানে পণ্য স্টক বা গুদাম করে রাখার কোন ঝামেলা নেই। তাছাড়া বড় সুবিধা হচ্ছে অযথা দিনের পর দিন পণ্য আপনার স্টকে বা গুদামে পড়ে থাকবে না। যখন কাস্টমার সেটি অর্ডার দিবে তখন সে পণ্যটি আপনি নিবেন এটাই ড্রপ শিপিং এর মূল কাজ। বর্তমান সময়ে এসে অনেক তরুণ ড্রপ শিপিং এর মাধ্যমে ফ্রি টাকা ইনকাম করেছে। আপনার একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রি টাকা ইনকাম মানে এ না যে রাতারাতি টাকা চলে আসবে। ফ্রি ইনকাম মানে কোন প্রকার ইনভেস্ট ছাড়া আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে দিতে হবে এবং সময় দিতে হবে। যারা ব্যবসায় করতে ভয় পাচ্ছেন বা মূলধনের ঝুঁকি নিচ্ছেন না তাদের জন্য ড্রপ শিপিং করে ফ্রি টাকা ইনকাম করা একেবারে গ্রহণযোগ্য উপায়। বর্তমান সময় এসে অনলাইনে ইনকাম করার কার্যকরি উপায় হতে পারে এটি। 

ফ্রি টাকা ইনকাম করতে কি কি প্রয়োজন 

অনেকের প্রশ্ন থাকে ফ্রি টাকা ইনকাম করতে কি কি প্রয়োজন হয়। ফ্রি টাকা ইনকাম করার জন্য আপনার বেশি কিছু প্রয়োজন হবে না হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তবে ল্যাপটপ বা কম্পিউটার থাকলে বেশি ভালো হয় কেননা যে কাজগুলো আপনি ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে করবেন সে কাজগুলো মোবাইলের সাহায্যে করতে পারবেন না। আর  সে গুলো মোবাইল ফোনে করার সুযোগ নেই । তাই বাড়তি  আয়ের জন্য আপনার অবশ্যই ল্যাপটপ থাকা ভালো। 

 

আরো একটি যে জিনিস আপনার অবশ্যই লাগবে তাহলে স্কিল। কোন প্রকার ইস্কেল ছাড়া ফ্রি টাকা ইনকাম করা মোটেও সহজ না। যে যত বেশি দক্ষ সে তত বেশি ইনকাম করে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে বর্তমান সময়ে সবথেকে কোন ইস্কিলের চাহিদা বেশি এবং সে অনুযায়ী স্কেলের প্রতি আপনাকে দক্ষ হতে হবে। শিখার পর কোন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন সেটা নির্ণয় করতে হবে আপনাকে। যেমন বেশ কিছু ইন্টারন্যাশনাল মার্কেট (fibre , upwork people Parwar) এর কাজ করতে হবে। এবং সেখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনি আপনার মেথড ব্যবহার করতে পারবেন। 

👉 মনে রাখবেন, পরিশ্রম ছাড়া ইনকাম করা অসম্ভব। তাই সঠিক পথে শুরু করুন আর ডিজিটাল দুনিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করুন 

কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় -শেষ কথা 

কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় কিভাবে কাজ শুরু করবেন সমস্ত বিষয়ে আমরা জানলাম এবং এ পোস্টে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে এ সমস্ত বিস্ময় আরো জানার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং পরিচিতদের ও শেয়ার করুন এরকম আরো পোস্ট নিয়ে আমরা আবারও আসবো  Luxury YT পাশে থাকুন। 


 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মতামত লিখে জানিয়ে দিন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url